সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভবানীপুর (রঘুপুর) গ্রামে সরকারি ভূমির সীমানা নির্ধারণ না করে গাছ কেটে ও মাটি ভরাট করে পাকা ঘর নির্মাণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

 


ভবানীপুর (রগুপুর) গ্রামের মৃত আব্দুল হকের পুত্র দিলুয়ার হোসেন অভিযোগটি দায়ের করেছেন।

 

তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই ইউনিয়নের নোয়াগাঁও ও পূর্ব প্রয়াগমহল মৌজার সরকারি ১নং খতিয়ানের ৩৫৯১-৯২ দাগে জবর দখল করে গাছ কেটে ও মাটি ভরাট করে পাকা ঘর নির্মাণ করছেন ভবানীপুর (রঘুপুর) গ্রামের মৃত হামিদ আলীর পুত্র চান্দ আলী। 

 


এছাড়াও চান্দ আলীর বংশগণরা ওই দাগের ভেতরের খালটি কৌশলে ভরাট করে দিচ্ছেন। 
ফলে শুঙ্ক মৌসুমে খালটিতে পানি না থাকায় জনসাধারণ কৃষি চাষাবাদ করতে নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছেন। 

 


এমতাবস্তায় খালে নির্মিত অবৈধ স্থাপনা, মাটি ভরাট ও বাথরুমের ট্যাকি অপসারন করা খুব জরুরী। আর না হলে এলাকার জনসাধারণ চরম ক্ষতির সম্মুখিন হতে হবেন। তাই সার্ভেয়ার দ্বারা সরকারি এই ভ‚মির সীমানা নির্ধারণ করার জন্য তিনি অভিযোগ দায়ের করেছেন।

 

সরকারি ভূমির গাছ কাটা কিংবা ভূমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে অভিযুক্ত চান্দ আলী বলেন, সরকার যদি তদন্ত করে পায় এখানে তাদের ভূমি রয়েছে তাহলে আমি সেটা ছেড়ে দেব। 

সিলেটভিউ২৪ডটকম/ প্রনঞ্জয়/ এনএফ