হবিগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার ৪৮ ঘন্টার মধ্যে পলাতক আসামী বিজয় চৌধুরী (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত বিজয় চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ফাদ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর পুত্র।


শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৯ সিপিসি-১ হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোর রাতে র‌্যাব-০৯, সিপিসি-১ হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আলিম মিয়ার বাড়ি থেকে বিজয় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত বিজয় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

এর পুর্বে পুর্ব ফাদ্রাইল গ্রামে (১০ জানুয়ারী সোমবার) রাত ১ টার দিকে মসজিদের নাম পরিবর্তন নিয়ে ওই গ্রামের সাইফুল ইসলাম সেফুল ও তাউছ চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফজাল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়। সে একই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র। পরে এ হত্যাকান্ডের ঘটনায় (১২ জানুয়ারী) নিহতের ভাই হবিগঞ্জ সদর মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৬