স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরির মতে, ইউরোপের সব ক্লাব রিয়াল মাদ্রিদকে ভয় পায়। তবে রিয়াল মাদ্রিদ আবার ভয় পায় তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।


২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন এ ফরাসি মিডফিল্ডার। তাই দুই ক্লাবের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বেশ ভালোভাবেই জানা রয়েছে অঁরির।



সেই অভিজ্ঞতার আলোকে সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অঁরি বলেছেন, ‘সব ইউরোপিয়ান ক্লাব ভয় পায় রিয়াল মাদ্রিদকে... আর রিয়াল ভয় পায় বার্সেলোনাকে।’


আগামী ২৮ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ নিয়ে অঁরির ভবিষ্যদ্বাণী, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি লিভারপুল এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তারা রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী।’


তিনি আরও যোগ করেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটি আরও বড় লড়াই। কারণ ব্যালন ডি অরের দুই সম্ভাব্য দাবিদার সাদিও মানে এবং করিম বেনজেমা একে অপরের বিপক্ষে লড়বে।’


চলতি মৌসুমে এখন পর্যন্ত ব্যালন ডি অরের দৌড়ে ফরাসি তারকা বেনজেমাই সবার চেয়ে এগিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন বেনজেমা। অঁরিও এগিয়ে রাখছেন স্বদেশি বেনজেমাকে। তবে মানের সম্ভাবনাও উড়িয়ে দেননি অঁরি।


তার ভাষ্য, ‘আমি এখনও মনে করি বেনজেমা এগিয়ে রয়েছে। তবে মানে যদি লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতে এবং তারা কোয়াড্রপল (চার শিরোপা) জেতে, তাহলে এটি হয়তো আফ্রিকায় চলে যাবে। কিন্তু আমি এখনও বেনজেমার পক্ষে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৪


সূত্র : জাগোনিউজ