সিলেটে বসবাসরত গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত গোপালগঞ্জ কল্যান সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার বিকেলে নগরীর বাদামবাগিচা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি খন্দকার ফায়েক উজ্জামান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আযম হিরু ও আব্দুর রহমান মুন্সীর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপনে জেলা বা অঞ্চলভিত্তিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সহজে অনেক সমস্যার সমাধান করাও সম্ভব হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান হোসেন মোল্লা ও সহ-সভাপতি মো. আজগর আলী কাজী।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ কাজী, অর্থ সম্পাদক খন্দকার ইলিয়াস হোসেন প্রমুখ।

 

এর আগে গত ২০ মে খন্দকার ফায়েক উজ্জামানকে সভাপতি ও গোলাম আযম হিরুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১