চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে দ্বন্দ্বে সোমবার জায়েদ খানের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। সাফ জানিয়ে দেন, জায়েদ খান তাকে কোনো ভাবে অসম্মান করেননি। বরং তিনি নাকি মৌসুমীকে বড় বোনের মত সম্মান করেন। জায়েদ খানকে ‘ভালো ছেলে’ বলেও উল্লেখ করেন ওমর সানী-পত্নী।

 


মৌসুমীর এই বক্তব্যের পর মুখ খোলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। যিনি গত শুক্রবার বসুন্ধরা কনভেনশন হলে ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মৌসুমীর ইতিবাচক গঠনমূলক বক্তব্যের পর প্রমাণ হয়ে গেল যে, জায়েদ খান নির্দোষ।’

 

জৌষ্ঠ এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘মৌসুমীকে নিয়েই তো মূল আলোচনা। তার নিজের মুখের বক্তব্যই যখন জনসমক্ষে প্রকাশ হলো, এখন তো এটা মানতেই হবে যে, ওমর সানী জায়েদ খান প্রসঙ্গে যে অভিযোগ করেছে সেটা অবান্তর ও ভিত্তিহীন।’

 

ওমর সানীকে বাংলা চলচ্চিত্রের একজন সুপারস্টার ও অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রের নায়ক উল্লেখ করে অঞ্জনা লিখেছেন, জায়েদ খানও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর নির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছে। যোগ্যতার ভিত্তিতেই সম্মানিত শিল্পী ভোটারদের প্রত্যক্ষ ভোটে সে নির্বাচিত হয়েছে প্রতিবার।’

 

অঞ্জনা লিখেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে তোমরা দুজনই (ওমর সানী-জায়েদ খান) আমার অনেক স্নেহের। আমাদের শিল্পী পরিবারের নিজেদের সম্মান আমরা যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে নষ্ট না করি। সাধারণ মানুষের কাছে আমরা যেন আর হাসির পাত্র না হই।’

 

গত শুক্রবার বসুন্ধরা কনভেনশনে হলে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। তার অভিযোগ, মৌসুমীকে চার মাস ধরে নানাভাবে বিরক্ত ও অসম্মান করে আসছেন জায়েদ খান। চড় খাওয়ার পর জায়েদ খান নাকি পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন।

 

ঘটনার একদিন পর রবিবার জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান ওমর সানী। তাকে সমিতি থেকে বহিষ্কারের দাবি তোলেন। কিন্তু সোমবার এক অডিও বার্তায় স্বামীর বিপক্ষে গিয়ে জায়েদ খানের পক্ষেই সাফাই গান চিত্রনায়িকা মৌসুমী। দাম্পত্য কলহের জেরেই মৌসুমী এমনটা করেছেন বলে গুঞ্জন।

সিলেটভিউ২৪ডটকম / ডাটা /ইআ