করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা ভারতের সঙ্গে ১১টি চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি। 

গত রোববার (২৬ জুন) চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম ফের চালুর অনুমতি দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিভাগটি।


অনুমতি পাওয়া সিলেট বিভাগের চেকপোস্টগুলো হলো- সিলেটের জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর, জুড়ীর বটুলী ও কুমারঘাট এবং হবিগঞ্জের বাল্লা। 

এছাড়াও শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট, কুমিল্লার বিবির বাজার, ফেনীর বিলোনিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্ট, কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর এবং যশোরের বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে। 

চিঠির অনুলিপি বিজিবি মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর প্রধানদের দেয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম