যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাকাডেমিক ভবনের নিচ তলায় কেন্দ্রীয় গ্যালারিতে ‘Accreditation Process-A New Challenge’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই এই সেমিনার হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। প্রধান অতিথির আসন অলংকৃত করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।


বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (ছাত্র নির্দেশনা ও পরামর্শ), প্রভোস্টগণ, প্রক্টর, সিনিয়র শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, পরিচালক (অর্থ ও হিসাব)-সহ প্রায় ৪৫ জন অংশগ্রহণ করেন সেমিনারে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হাসান। সঞ্চালোকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী প্রফেসর ড. মো. মনিবুর  রহমান।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে