জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরে সিলেটের ফেঞ্চুগঞ্জের পাম্পগুলোতে যানবাহন নিয়ে ভিড় করেছেন মালিক ও চালকরা। শুক্রবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে হঠাৎ মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির ভিড় জমায় পাম্পগুলোতে। এসময় ভিড় সামাল দিতে হিমশিম খায় পাম্প কর্তৃপক্ষ। 

সবাই একসঙ্গে গাড়ির ট্যাংকি ভরে তেল নিয়ে যেতে চান। লাইনের শৃঙ্খলা নিয়েও চলছিলো বিশৃঙ্খলা। বিভিন্ন পাম্পে এ নিয়ে ক্রেতাদের হট্টগোল দেখা দেয়। পরে পুলিশ এসে বিভিন্ন পাম্পে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 


রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় একই অবস্থা।

মোটরসাইকেল নিয়ে পেট্রোল কিনতে আসা, আশরাফ, জাকারিয়া, রিমন, জিসানরা জানান- সরকার দাম বাড়িয়েছে, কিছু তো করার নাই। রাত ১২টার পর দাম বৃদ্ধি পাবে তাই কিছু সাশ্রয়ের আশায় পাম্পে এসেছিলাম। কিন্তু এসে দেখি এখানে প্রচুর ক্রেতার হট্টগোল। কেউ সিরিয়াল পাচ্ছেন না, কেউ চাহিদা অনুযায়ী বেশি পাচ্ছেন না, সময় কমে যাচ্ছে দেখে কেউ সিরিয়াল টপকাতে চেষ্টা করছেন- তাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 

দেখা যায়- কঠালপুর, দনারাম, পাঠানচক মানিককোন গঙ্গাপুর থেকে আসা ক্রেতারা লাইন ছেড়ে চলে যাচ্ছেন। তারা বলেন, যে অবস্থা আমরা সময়ের আগে সিরিয়াল পাবো না তাই ফিরে যাচ্ছি।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম সিলেটভিউ-কে বলেন, প্রচুর বাইক একসাথে চলে আসায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিলো। পাম্প যেহেতু সেনসেটিভ এরিয়া, তাই আমাদের ওসি স্যারসহ আমরা এসে শৃঙ্খলা রক্ষা করে সবাইকে আগের দামে ২০০ টাকা করে জ্বালানি দিতে সহযোগিতা করেছি।


সিলেটভিউ২৪ডটকম / ফরিদ / ডি.আর