বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জ্বালালী তেলে মূল্যবৃদ্ধি, অব্যাহত লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার (১১ আগষ্ট) বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

 

সিলেট মহানগর শাখার মাওলানা গাজি রহমতত উল্লাহর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য সিলেট জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা ইকবাল হোসাইন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, ক্বারী মাওলানা ওবায়দুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফা আহমদ আজাদ, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, জেলা সাংগঠনিক মাওলানা মুতাসিন বিল্লাহ জালালী, মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েস আহমদ, জেলা বায়তুল মাল সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক মুফতি ওযিরুল ইসলাম মাসউদ, মহানগর বায়তুল মাল সম্পাদক মাওলানা ইলিয়াছুর রহমান, সহ- বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, জেলা প্রশিক্ষণ সম্পাদক এম. এইচ আব্দুর রব, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ,  মহানগর প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, ছাত্র মজলিস মহানগর সেক্রেটারী ফরিদ আহমদ, জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শিহাবুল ইসলাম, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা মুহাইমিন, ক্বারী মাওলানা আবুল হোসেন, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জামেয়া মাদানিয়া শাখা সভাপতি সানোয়ার হোসেন, পূর্ব জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাবিবুজ্জামান সায়হাম, মাজহারুল ইসলাম প্রমুখ।

 

সমাবশে বক্তরা বলেন, জ্বালানীসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। উন্নয়নের দোহাই দিয়ে মানুষকে সর্বহারা করে দেশকে দেউলিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জ্বালানীসহ নিত্যপণ্যের দাম অবিলম্বের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

 

বক্তরা আরও বলেন, সারাদেশের অধিক লোডশেডিংয়ের কারনে জনজীবনে বীপর্যয় নেমে এসেছে। তাই সরকারী অফিস আদালতে বিদ্যুতের অপচয় ও বিদ্যুৎখাতে দুর্নীতি বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

বক্তারা অবিলম্বে আল্লামা মামুনুল হকসহ সকল আলেম উলামার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০