শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুচ্ছের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১ টা পর্যন্ত। ক্যাম্পাসের একাডেমিক ভবন 'বি' ও আইআইসিটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার শাবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, পরীক্ষার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সি ইউনিটে সিলেট অঞ্চল থেকে আবেদনকারী রয়েছে ৮৩০ জন।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। এতে আশে পাশের এলাকাগুলো নজরদারিতে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) সারা দেশব্যাপী গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এরপর শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সোমবার (১৬ আগস্ট) এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ