মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 


রবিবার (২১ আগস্ট) রাতে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টহলকালে উপজেলার শরীফপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।

 

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত নিশি চন্দ্র দাসের ছেলে রঞ্জন চন্দ্র দাস (৩৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মৃত আব্দুল হাশেমের ছেলে মো. ইব্রাহিম হোসেন রনি (৩৪)।

 

এ সময় তাদেরকে সহায়তাকারী শরীফপুরের মৃত পীর মাহামদ আলীর ছেলে মো. আলাল হোসেন (৩৫) ও মৃত সৈয়দ মিয়া ছেলে মো. আব্বাস (৪০) বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে শরীফপুর ইউনিয়ন এলাকা তাদেরকে আটক করে বিজিবি। আটকের পর বিজিবির সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তর করলে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০৪