জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা বৈঠক অনুষ্টিত৷বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা বৈঠকে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷
এছাড়া বক্তব্য রাখেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল ৷
এছাড়া মাসিক আইন শৃঙ্খলা বৈঠকে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা ৷ সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ৷
সিলেটভিউ২৪ডটকম/সাব্বিন/ইআ-১৮