জাতীয় দৈনিক স্বাধীনবাংলার সম্পাদক ও সাংবাদিক আখলাকুল আম্বিয়া জৈন্তাপুরের প্রয়াত রাজনীতিবিদ ও সালিস ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমদকে ১৭ পরগনার শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন।
জাতীয়পার্টির সর্বস্তরের নেতাকর্মীর পক্ষে মুজিবুর রহমান ডালিম আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে স্বাধীনবাংলা সম্পাদক এ আখ্যা দেন।
এ সময় তিনি বলেন, ১৭ পরগনার সভাপতি প্রয়াত সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন বৃহত্তর জৈন্তিয়ার মাটি ও মানুষের প্রাণের মানুষ। তিনি আজীবন মানুষের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি মাবুদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা তাঁকে বিদায় দেইনি। আমাদের অন্তরজুড়ে তার অস্বিত্ব বিরাজমান রয়েছে। মানবতাবাদী এই মানুষের মৃত্যুতে সিলেট জুড়ে শোকের মাতম চলছে। তাঁর এ মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে তা আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না। সিরাজ উদ্দিন আহমেদ তাঁর কর্মের মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ের গহীনে আবদ্ধ থাকবেন।
শনিবার রাতে জৈন্তাপুরের সারিঘাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বৃহত্তর জৈন্তার হাজারো মানুষ অংশ নেন। দোয়া পরিচালনার সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শোকসভা পরিচালনা করেন সাংবাদিক সুহেল আহমদ।
শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাপার কেন্দ্রীয় নেতা বশির উদ্দিন।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন- ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বি মাষ্টার আতাউর রহমান।
শোকসভায় আরো বক্তব্য রাখেন- পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা গোলাম মোস্তফা, গোয়াইনঘাট উপজেলা জাপা যুগ্ম আহবায়ক সুলেমান আহমদ, জাপা নেতা সালেহ আহমদ, সমাজসেবী ও আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী, জাতীয় তরুণ পার্টির জেলা যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, কুদরত উল্লাহ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন সারিঘাট ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত সকলের পিতা-মাতা ও মরহুম সিরাজ উদ্দিন আহমেদর রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদসহ অসুস্থ সকলের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪