সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংকার্স ক্লাব সিলেটের নেতৃবৃন্দ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে সাক্ষাৎকালে জেলা প্রশাসককে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাতকালে ব্যাংকার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরা হয়। এসময় ক্লাবের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। ভবিষ্যতে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- ব্যাংকার্স ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী আকতার, ইয়াকুতুল গনি ওসমানী টিটু, কে এম মোস্তাক চৌধুরী, চৌধুরী তামান হাছিব, সাইফুদ্দিন আহমদ, আহমদ কবির নাজমী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১