প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথের প্রথম নির্বাচনকে ঘিরেই তাই রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা।

অপরদিকে, প্রথম নির্বাচনে নৌকার মাঝি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের দেশি-বিদেশি প্রায় ডজনখানেক নেতা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আগ্রহী নেতা লবিং শুরু করেছেন উপজেলা-জেলা কেন্দ্রে।


প্রথম পৌর নির্বাচনে দলীয় প্রতিক নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের সরিক দল জাতীয় পার্টি নিজেদের প্রার্থী দিতে পারে এবারের নির্বাচনে। তবে বিএনপির দলীয় প্রতিক না থাকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জন্য সুবিধার কারণ হতে পারে। আবার আওয়ামী পরিবারের হেভিওয়েট ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।

এদিকে, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণ করতে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদে অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

নৌকার মাঝি হওয়ার তালিকায় রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবাসী আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি প্রবাসী মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবাসী আশিকুর রহমান।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ বলেন, বিশ্বনাথ পৌরসভায় প্রথম নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করতে শনিবার বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। যেহেতু পৌর আওয়ামী লীগের পূর্ণ্যাঙ্গ কমিটি নয়, আহবায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলমান রয়েছে, সেহেতু নৌকার মাঝি বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের ভোট হবে না। সমঝোতার মাধ্যমে দলীয় প্রার্থী বাছাইয়ের চেষ্ঠা করা হবে, আর এখানে সমঝোতা না হলে জেলা বা কেন্দ্র নৌকার মাঝি প্রার্থী নির্ধারণ করবে।  

উল্লেখ্য, তফসিল অনুযায়ী বিশ্বনাথ পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর। আর সর্বশেষ ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম / পি.বি.ও / ডি.আর