সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, পিতৃপক্ষ শেষে দেবীপক্ষে মাতৃ আরাধনায় ব্রতী হওয়াই মহালয়া। প্রয়াত পূর্ব পুরুষদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেও আমরা মহালয়া উদযাপন করতে পারি। 


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বঙ্গাব্দ আয়োজিত ৩ দিনব্যাপি বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ। 
পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, শাবিপ্রবির প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব প্রমুখ।



সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহবান জানান। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা তপন মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কমিটির সদস্য সচিব সত্যপ্রিয় দাস শিবু।
বেলা ১১টায় চণ্ডীপাঠ ও গীতাপাঠ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অশোক রঞ্জন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন গীতা মন্দিরের আচার্য্য বিনীত কুমার চক্রবর্ত্তী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পরিষদের সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, যুগ্ম সমন্বয়কারী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না। 


ধর্মীয় গল্পবলা প্রতিযোগিতা বিকাল ৩টায় স্বপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. নবজ্যোতি দেব, রোটারিয়ান বিমলেন্দু পাল।
বিকাল ৪টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সীতাংশু বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি পুলিন রায়, রোটারিয়ান ডা. রঞ্জিত কুমার রায়। 


সঞ্চলনায় ছিলেন সদস্য সচিব নিহার রঞ্জন রায়। বিকাল ৫টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কবি বিনতা দেবী। প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য্য। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অসিত কুমার সূত্রধর।


সন্ধ্যা ৬টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রণব কুমার দেবনাথ। শিক্ষক পরেশ চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি পুলিন রায়।


অনুষ্ঠানের ১ম দিনের প্রতিযোগিতাসমূহে বিপুল সংখ্যক প্রতিযোগী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 
২৪ সেপ্টেম্বর শনিবার ২য় দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া।


বিশেষ অতিথি থাকবেন এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ, সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। 
সকাল সাড়ে ১০টায় মাতৃ সংগীত প্রতিযোগিতা, দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৩টায় শ্রীমা সারদা সংঘের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বীরেন্দ্র চন্দ স্মৃতিবৃত্তি, উপেন্দ্র চন্দ্র দাশ, প্রভাসিনী দাশ স্মৃতিবৃত্তি, সুরেশ চন্দ্র বণিক স্মৃতিবৃত্তি, যাদুমণি সূত্রধর স্মৃতিবৃত্তি, জ্যোতিষ চন্দ্রনাথ স্মৃতিবৃত্তি ও জলধীর রঞ্জন চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, শাবিপ্রবির প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ ও স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বৃত্তিদাতা এডভোকেট বিক্রম কুমার চন্দ, কবি সুমন বনিক, এপেক্সিয়ান চন্দন দাশ, অধীর সূত্রধর, সাধন চন্দ্র নাথ ও সুস্মিতা চৌধুরী শাওন। ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিষদের সহ সভাপতি বিনয় ভ‚ষণ তালুকদার।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩