হযরত শাহ পরাণ (রহ.) মাজারে ৩ দিনব্যাপী বাৎসরিক পবিত্র উরস মোবারক দরগাহ-ই হযরত শাহ পরাণ (রহ.) সিলেট এর উদ্যোগে চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ১, ২ ও ৩ অক্টোবর শনি, রবি ও সোমবার অনুষ্ঠিত হবে।


উরস উপলক্ষে ১ অক্টোবর শনিবার সকাল ৯টা হতে খতমে কোরআন বাদ আসর দোয়া, জিকির আজকার ও মিলাদ মাহফিল, ২ অক্টোবর রোববার সকাল ১০টায় গিলাপ চড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল, রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত। বাদ ফজর নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে।
৩ অক্টোবর সোমবার বাদ আসর সরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মাধ্যমে বাৎসরিক উরস সমাপ্ত হবে।



জাতি ধর্ম নির্বিশেষে হযরতের ভক্তবৃন্দকে উরস মোবারকে যোগদান করে হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহানী ফয়েজ হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ খাদিম।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-২৩