সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন,  দ্রব্যমূল্যের উর্ধগতিতে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। শুধু চাল, ডাল  ও আটা নয় প্রতিটি পন্যেল মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আর সরকার দলের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এ অবস্থায় দেশের মানুষ এর সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। আর সেই মুক্তির কান্ডারী হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে চলছে। এই আন্দোলন দেখে ভীত হয়ে সরকার বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। কোন ধরনের হয়রানীতে জিয়ার সৈনিকেরা ভয় পায় না। সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে আগামী ১৯ নভেম্বর সিলেটে জনতার ঢল নামবে।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ আহমদ সুয়াইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। 

এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কামরুল হাসান শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, এডভোকেট মোস্তাক আহমদ, আক্তার হোসেন রাজু, আহাদ চৌধুরী শামীম, ছালিক আহমদ চৌধুরী, মামুনুর রশিদ মামুন, এডভোকেট মামুন আহমদ রিপন, শামসুর রহমান শামীম, লিটন আহমদ, কাজি মেরাজ, মোহিন আহমদ, তারেক আহমদ , লায়েছ আহমদ, নাজমুল কাদির লিপন, লায়েক আহমদ, আফজল হোসেন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৪