মিশরে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে সেখানে গেছেন বৃহত্তর সিলেট বিভাগের শীর্ষ সংবাদমাধ্যম সিলেটভিউ২৪ডটকম-এর ঢাকা অফিসের ইনচার্জ খলিলুর রহমান।

আজ শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন খলিল। দুপুরের দিকে মিশরে গিয়ে পৌঁছান তিনি।


মিশর থেকে চলমান জলবায়ু সম্মেলনের সবদিক কাভার করবেন খলিলুর রহমান।

গত রোববার থেকে মিশরের শার্ম আল শেখ নগরীতে জলবায়ু সম্মেলন শুরু হয়। যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে ক্রমবর্ধমান ভয়াবহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় ২০০টি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে।

শার্ম আল-শেখের রেড সি রিসোর্টে ১৩ দিনের এই সম্মেলন চলছে।

১৮ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দুই সপ্তাহ ধরে ওয়ার্কশপ, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনার মতো আরও নানা অনুষ্ঠান চলবে।

 

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে