সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেকের উপর ফরজে আইন। ইলম অর্জন থেকে কাউকে বিরত থাকা যাবে না। যে ইলম অর্জন করা ফরজে আইন, যে ইলম অর্জন থেকে কাউকে বিরত থাকা যাবে না সেই মহিমান্বিত ইলম হচ্ছে ইলমে দ্বীন।

 


মানব-জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরত্ব অপরিসীম। ধর্ম ছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না তেমনি ইলমে দ্বীন ছাড়া কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। মনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন। আর আমরা এই দ্বীনি শিক্ষা পেয়ে থাকি মসজিদ মাদ্রাসা থেকে তাই আমাদের সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠান গুলোর প্রতি নজর রাখতে হবে।

 

শুক্রবার ১৮ নভেম্বর দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর ফুরকানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সমাজসেবী ও শিক্ষানুরাগী কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন, উপ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাছিত রানা, মুরুব্বী আহমদ হোসেন রেজা, সমাজসেবী মোস্তফা কামাল, খায়রুল ইসলাম, জয়নাল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, দক্ষিণ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩