নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ২০ মোটরসাইকেল আরোহীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে তাদের এই জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার  (২৪ নভেম্বর) বেলা একটায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে ২০ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু