সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কারণেই নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি দেশে মেট্টোরেলের যাত্রা শুরু হয়েছে। আওয়ামী লীগের আমলেই মানুষ উন্নয়ন পান, এজন্য দেশবাসী বার বার আওয়ামী লীগকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছেন। আর জামায়াত-বিএনপি উন্নয়ন নয়, লুটপাট নিয়ে ব্যস্ত থাকে।

 


তিনি রোববার (১ জানুয়ারী) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ সিএনজি স্ট্যান্ডের সামনে ‘বিশ্বনাথ পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত কমিটিগুলোর পরিচিতি এবং মহান বিজয় দিবস উপলক্ষে’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

 

উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মধ্যরাত পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিক সাজ্জাদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য এআর চেরাগ আলী, ফিরোজ খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

 

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আক্তার হোসেন শামীম ও স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।

 

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষে বক্তব্য রাখেন- লামাকাজী সাধারণ সম্পাদক আকমল হোসেন, খাজাঞ্চীর সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, অলংকারীর সভাপতি সাফওয়ান সিদ্দিকী, রামপাশার আহবায়ক আসাদ মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হাসান, দৌলতপুরের সভাপতি নিজাম উদ্দিন, বিশ্বনাথের সাধারণ সম্পাদক তারেক আজিজ, দেওকলসের সভাপতি মধু মিয়া, দশঘরের সভাপতি মুহিত চৌধুরী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬