সিলেট নগরীর মিরাপাড়া ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরাপাড়া এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।


২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রী ও দেশে আগত প্রবাসী সদস্যদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে।



মিরাপাড়া ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মো. মীর হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইমরাজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাপাড়া ওয়েল ফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রব, সদস্য জালাল উদ্দীন, খলিল উদ্দিন সিপার, আব্দুল আহাদ বাবর, জাবেদ কাদির, ফরহাদুর রহমান ফাহাদ, ফারুক উদদীন জসীম, খালেদ আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৩