বিশিষ্ট বৃটিশ বাংলাদেশী সাংবাদিক ও সিলেটের কৃতি সন্তান অজয় পালের মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

 


তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

রবিবার এক শোকবার্তায় তিনি বলেন, অজয় পাল পাঁচ দশকেরও অধিক সময় সাংবাদিকতা পেশায় নিবেদিত ছিলেন। ১৯৭০ সালে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র যুগভেরী থেকে শুরু করে সিলেটের স্থানীয়সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অজয় পাল তাঁর মেধাবী সাংবাদিকতার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের আগরতলা থেকে প্রকাশিত দৈনিক জাগরণেরও সাংবাদিক ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর লেখনীর মাধ্যমে অবদান রেখে গেছেন। বিলেতেও বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে জনাব অজয় পাল তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন।

 

তিনি আরও বলেন, অজয় পালের মৃত্যুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাংলা সংবাদ-মাধ্যম ও সাংবাদিকগণ, তদপুরী বৃটিশ বাংলাদেশী কমিউনিটি একজন অভীজ্ঞ ও নিবেদিত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিত্বকে হারালো। আমি অজয় পালের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করছি।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭