বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির সঙ্গে আছে সমমনা রাজনৈতিক দলগুলোও। একই দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল ১১টায় শুরু হওয়া এই গণঅবস্থান কর্মসূচি শেষ হবে বিকাল ৩টায়।

গণঅবস্থান কর্মসূচিস্থলে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। স্থানীয় নেতারা সেখানে বক্তব্য দিচ্ছেন।


গণঅবস্থান কর্মসূচিতে ‘নেতৃত্ব দেবেন’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সঙ্গে থাকছেন সিলেট বিভাগের ‘দলনেতা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তাঁরা কর্মসূচিতে বক্তব্যও দেবেন।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

বিএনপির এই কর্মসূচি প্রথমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হওয়ার কথা ছিল। তবে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত বদলে রেজিস্ট্রারি মাঠকে বেছে নেওয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে