চীনে গেলো এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এর মধ্যে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৭শ’। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানায়। খবর সিসিটিভি প্লাসের।

সংস্থাটি বলছে, চীনে এরইমধ্যে ৮০ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলমান চন্দ্র নববর্ষের ছুটিতে দেশটির বাসিন্দাদের মাঝে ব্যাপকহারে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যা করোনার নতুন ঢেউ সৃষ্টি করতে পারে।



গেলো ডিসেম্বর থেকে জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিক্ষোভের মুখে গত মাসে কঠোর করোনা বিধি থেকে সরে আসে চীন। এরপর থেকেই দেশটিতে ভাইরাসটির সংক্রমণ বড় পরিসরে বাড়তে থাকে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১১