বিপুল সংখ্যক ক্যাটারার ও ব্যবসায়ীদের প্রাণবন্ত জনাকীর্ণ  উপস্থিতিতে লুটনের ডানস্টেবলে অনুষ্ঠিত হলো বিসিএ কেন্দ্রীয় কমিটির ৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিপুল-হেলাল- সাইফুল নেতৃত্বাধীন ভিশন প্যানেলের নির্বাচনী প্রচারনা সভা।


এতে বেডফোর্ডশায়ার, লুটন ও ডানস্টেবল সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে ক্যাটারাররা অংশ নেন। সভাটির আয়োজনে ছিলেন স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবুল খয়ের তারেক।



সোমবার ১৫ ফেব্রুয়ারি ডানস্টেবলের স্পাইস লাইঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ নির্বাচনী প্রচারনা সভায় সভাপতিত্ব করেন লুটনের প্রবীণ ক্যাটারারও কমিউনিটি ব্যাক্তিত্ব আনা চৌধুরী ।
স্থানীয় কমিউনিটি নেতা মনজুর আহমদ শাহনাজ ও বিসিএর এনইসি মেম্বার আতাউর রহমান লায়েকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্যাটারার আনোয়ারুল ইসলাম ।


সভায় বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট প্রার্থী বিশিষ্ট ক্যাটারার সাইদুর রহমান বিপুল, জেনারেল সেক্রেটারি প্রার্থী হেলাল মালিক, চীফ ট্রেজারার প্রার্থী সাইফুল আলম, স্থানীয় সাবেক মেয়র তাহের খান,সাবেক কাউন্সিলার ক্যাটারার আব্দুর রাকিব, কাউন্সিলার ইরাক চৌধুরী, ক্যাটারার এম আর চৌধুরী রুহুল, আব্দুর রশিদ বাবুল, সিহাব আহমদ, শেখ জাকির, জালালাবাদ মসজিদ কমিটির চেয়ারম্যান আবুল কাসেম, ক্যাটারার শিপার করিম, জামাল হোসেন, বিসিএর সিনিয়র ভাইস চেয়ারম্যন ফিরুজুল হক, সিদ্দিকুর রহমান জয়নাল, হুমায়ুন রশীদ, হেলাল আহমদ, সাব্বির করিম, তরুণ ক্যাটারার সাফওয়ান চৌধুরী সহ আরো অনেকে।


অনুষ্ঠানে প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিসিএকে তারা প্রবীণ ক্যাটারারদের অভিজ্ঞতাকে কাজে নতুন প্রজন্মকে উদ্যম শক্তি হিসেবে ব্যবহার করতে।তথ্যপ্রযুক্তি এই তারা বিসিএর একটি সেন্টাল অনলাইন আপ সৃস্টি করে  সারাদেশে ছড়িয়ে থাকা বিসিএ মেম্বারের সহযোগিতা করতে চান।তারা  ব্রিটেনের অর্থনীতিতে সাড়ে চার বিলিয়ন পাউন্টের যোগানদাতা এ শিল্পের কার্যক্রম শক্তশালী করতে আগামী ৫ মার্চের বিসিএ নির্বাচনে ভিশন প্যানেলকে সার্বিক সমর্থন ও সহযোগিতা করে তাদের নির্বাচিত করার আহবান জানান ।
    
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১০