স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও একটি স্কুল প্রতিষ্ঠান এবং জলবায়ু আন্দোলনে সামিল হতে ইংল্যাল্ডের ‘ফ্রিডম ফিফটি রাইডার্সের বাংলাদেশ সাইক্লিং রাইড’ সম্পন্ন হয়েছে। রাইডটি ঢাকা থেকে শুরু করে বুধবার (৮ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন ভবনে এসে শেষ হয়।


এতে জার্মান, পাকিস্তান, যুক্তরাজ্য এবং প্রবাসী সিলেটিসহ ২৬ জন রাইডার আংশগ্রহণ করেন।



রাইড আয়োজকরা বলেন, পাঁচদিন আগে ঢাকা থেকে তার যাত্রা শুরু করেন। টাংগাইল, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ হয়ে দীর্ঘ ৪শ কিলোমিটার পাড়ি দিয়ে সিলেট এস পৌঁছান তারা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযান, জামালপুরের সরিষাবাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠানের জন্য ফান্ড কালেকশন এবং জলবায়ু আন্দোলনে সামিল হতে তাদের এই রাইডের আয়োজন।


সিলেট সিটি কর্পোরেশন ভবনে পৌঁছানোর পর সিসিকের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেন সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন। সংবর্ধনায় সিসিকের অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এসময় রাইডার্সদের পক্ষ থেকে সিসিককে কিছু গাছ উপহার দেয়া হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৫