নিজের একটি ঘরে মাথাগোঁজার ঠাই পেলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রতন দাস।

ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অন লাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে রতন দাস কে আনুষ্ঠানিক ঘর প্রদান করা হয়।



রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ  উত্তর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ এর সভাপতি ফজলুর রহমান  ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, মানুষের কল্যানের  কাজ করে  মানবতার ফেরিওয়ালা সিলেট মিডিয়া কর্পোরেশন । ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ  শক্তিশালী সংগঠন। সততা নিষ্ঠার সাথে  কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অনলাইন গ্রুপও মানবিক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট মিডিয়া কপোরেশনের  সহকারি পরিচালক সাইদুল ইসলাম মিনুর  ,  ফেঞ্জুগঞ্জ কাসিম আলী মডেল স্কুলের  শিক্ষক মাহবুব আলম, সহকারী শিক্ষক আব্দুল জাবিদ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সাংবাদিক এস,এম,মামুনুর রশীদ, প্রেসক্লাবের সহ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী জুলহান,  কার্যকরী সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল,  আর, কে দাস চয়ন, সহযোগী সদস্য জুলহাস আহমেদ, ছামি হায়দার।

প্রসঙ্গত এ পর্যন্ত বিভিন্ন জায়গায় ৮টি সেমিপাকা ঘর প্রদান করেছে এই সংগঠন। 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৪