সারা দেশের ন্যায় হবিগঞ্জেের আজমিরীগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৪৯ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে এই প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। একই সাথে  উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।
 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে শিল্পকলা একাডেমির সদস্য রোকসানা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম।

আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন- শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জীবন চন্দ্র চন্দ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাগ মিঠু, সদস্য মাহমুদা জাহান রুহি, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান, সদস্য বিশ্বজিৎ দাস, সদস্য হাবিবুর  রহমান রিয়াদ, সদস্য প্রনতীশ দাস, সদস্য রুহিনী কান্ত ভট্টাচার্য প্রমুখ।
 

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি সুলতানা সালেহা সুমীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান সহ উপজেলা শিল্পকলা একাডেমি কমিটির সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০১