পেট কাটা ‘ষ’-এর মিষ্টির দোকানি কিংবা ‘দুই দিনের দুনিয়া’-এর ট্রাক ডাইভার চরিত্রে চরকির পর্দায় দর্শক নানাভাবে আবিষ্কার করেছে চঞ্চল চৌধুরীকে। এবার ভিন্ন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এ তারকা।বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’-এ তাকে দেখা যাবে একদম ভিন্ন লুকে ও ভিন্ন পটে। সদ্যই উন্মোচিত হয়েছে সিরিজটির পোস্টার।
 

এই সিরিজের চরিত্রটি একদম অন্যরকম জানিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’


কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে একটু হেসে তিনি বলেন, ‘আমি একটু পুরোনো মানুষ তো। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছর পুরোনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেই সাথে যাদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’

চঞ্চল ছাড়াও ৬ পর্বের এই সিরিজের মধ্যে দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১১