নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় হাজী শামছুল হক মহিলা শাখার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা শাখার ভূমিদাতা হাজী শামছুল হকের ছেলে কাতার প্রবাসী ব্যবসায়ি, সমাজসেবক ও রাজনীতিবিদ শরিফুল হক সাজু।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইমান উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা শামছুল হকের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র আল-কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাঈদ হাসান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম মাওলানা কাওছার আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ ও বড়লেখা কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা বদর উদ্দিন, কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাব্বির আহমদ, সাবেক চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু