শুক্রবার (৩ মার্চ) ছিলো বিশ্ব শ্রবণ দিবস। দিবসটি উপলক্ষে সিলেটের ‘এনজেএল ইএনটি সেন্টার’র উদ্যোগে ১ থেকে ৬ মার্চ ফ্রি হিয়ারিং স্ক্রিনিং সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বছর শ্রবণ দিবসের মূল প্রতিপাদ্য- “সবার জন্য কানের ও শোনার যত্ন।
সচেতনতার মাধ্যমে বধিরতা অনেকাংশে এড়ানো সম্ভব। এই বিষয়টিকে সামনে রেখে এনজেএল হিয়ারিং সেন্টার ৩ দিন থেকে ৩ বছর বয়সের শিশুদের জন্য ফ্রি হিয়ারিং স্ক্রিনিং সপ্তাহ (১-৬ মার্চ) পালন করছে এবং গরিব ও অসহায় রোগীদের মধ্যে ফ্রি হিয়ারিং এইড প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান দেশ বরেণ্য ইএনটি সার্জন ডা: নূরুল হুদা নাঈম বলেন- আমরা জানি যে বধিরতা প্রথমে বাচ্চা থেকে শুরু হয় অর্থাৎ জন্মগত ক্রুটি। আর যারা কানে শুনতে পায় না তারা কথাও বলতে পারে না। কানে ইয়ারফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে, অন্যথায় আমাদের কান বেশী ক্ষতিগ্রস্থ হয় ।
এনজেএল ফাউন্ডেশন-এর সদস্যসচিব এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রাম-এর সদস্যসচিব অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি।
অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডালিম