কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা বিএনপি'র উদ্যোগে পদযাত্রা কর্মসূচী পালন করেছে।
শনিবার (৪ই মার্চ) বিকাল ৩ টায় এই পদযাত্রাটি দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ মোড় থেকে শুরু করে কদমতলীতে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী'র সভাপতিত্বে ২৭নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, দেশ আজ চরম বিপদের সম্মুখীন হয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, তেল,গ্যাসসহ বিদ্যুতের দাম বার বৃদ্ধি করার কারনে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে। বিএনপি সকল বাঁধা বিপত্তি পেরিয়ে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে, এবং এদেশে জনগণের সরকার প্রতিষ্টিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে আমাদের জীবন অতীষ্ট হয়ে পড়েছে। কিছুদিনের মধ্যেই আরও বিদ্যুতের অবস্থা খারাপ হবে।
সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম বলেন, সরকার হামলা, মামলা, গুম, খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ রকম অবস্থা চলতে দেওয়া হবে না। দেশের গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে, জনগনই আন্দোলনেই আওয়ামী লীগের সরকারের পতন হবে।
সভাপতির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলনে রয়েছি। এই আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রানপ্রিয় নেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ ৬ শতাধিক নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সারা দেশের জনগণকে আসামী করে রাখা হয়েছে। জাতির এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তির প্রহর গুনছে। গণতন্ত্রের বিজয় হবে, স্বৈরতন্ত্র নিপাক যাবে ইনশাআল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এড. রোকসানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আব্দুস সাত্তার মামুন, দুলাল আহমদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্ছু মিয়া, সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল কামাল, সাবেক আহ্বায়ক রেজাউল হাসান রুজন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৭ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহবায়ক লুুৎফুর রহমান, উজ্জল রঞ্জন চন্দ, সাংগঠনিক সম্পাদক মঈন খান, ২৬ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ সভাপতি এম.সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুবেল, গোলাম কিবরিয়া আবির, খালেদ আহমদ শাহিন, এম এ মতিন, ইসহাক আহমদ, এনাম আহমদ, দিদারুল ইসলাম দিদার, রফিক মিয়া, কামাল আহমদ, কবির আহমদ, সুমন আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫