বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান। গত শনিবার দুপুরে সহকারী হাইকমিশমার শহীদ মিনার পরিদর্শনে গেলে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এই সময় অন্যান্যদের মধ্যে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার সালেহ আহমদ, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, আলহাজ্ব আসাদ মিয়া, মুজিবুর রহমান ও জহির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে বার্মিংহাম হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন,বিশ্বে ২১০ বিলিয়ন লোক বাংলা ভাষায় কথা বলে। এটি বিশ্বে সপ্তম মাতৃভাষা। বাংলা ভাষার রয়েছে অনন্য গৌরর মর্যাদা ও অহংকারের ইতিহাস। সারা দুনিয়াতে ভাষার মর্যাদার জন্যেই বাঙ্গালি জীবন দিয়েছে। আর কোন জাতি ভাষার জন্য জীবন দিয়েছে এমন ইতিহাস নেই। বাঙ্গালি ভাষার জন্য পেয়েছে একটি দিন ২১শে ফ্রেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সমগ্র বিশ্বময় উদযাপিত হচ্ছে, সেটা আমাদের জন্য অবশ্যই গৌরবের।

তিনি প্রবাসের নব প্রজন্মের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ৫২ এর ভাষা সংগ্রামের ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে