নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


পরবর্তীতে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। এই ভাষণে উজ্জীবিত হয়ে লাখ লাখ মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। তাই এই ভাষণ সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য। একইসঙ্গে বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ৭ই মার্চ উদযাপন কমিটি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ  বিভিন্ন সংগঠনের সদস্যরা। 
 
তাছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৪