সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সহশিক্ষা কার্যক্রমে সদা তৎপর একটি প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ।এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয় ঐতিহাসিক ৭ই মার্চ।


 এ দিবসটি শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উদযাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯ টায়। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে দিবসটির তাৎপর্য সম্পর্কে যথাযথ ধারণা দেয়ার জন্য আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার। এরমধ্যে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি, ছড়াপাঠ, নান্দনিক হস্তাক্ষর লেখা ও রচনা প্রতিযোগিতা। এ সব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। 



দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা সাড়ে ১০ টায়। এ পর্বের প্রথমেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ডকুমেন্টারি ও ৭ই মার্চে বঙ্গবন্ধু কর্তৃক ভাষণের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।এছাড়া ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন বাংলাদেশ গঠনে তাঁর অবদান শীর্ষক আলোচনা।আলোচনায় অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১০