সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে সালমান আহমদ তায়েফ (১১) নামের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) তায়েফের চাচা আব্দুল মুকিত বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

 


সালমান আহমদ তায়েফ (১১) নামের ওই শিশু মৌলভীবাজার জেলার রাজনগর থানার ইন্দানগর গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে। সে ছাহেব বাড়ির মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

তায়েফের মরদেহ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ছাহেব বাড়ির পুকুরে ভেসে উঠেলে পুলিশ বিকাল দিকে লাশ উদ্ধার করে। এর আগে তায়েফ গত ৫ মার্চ নিখোঁজ হয়- এ মর্মে গত সোমবার (৬ মার্চ) থানায় একটি জিডি করেন মাদরাসা কর্তৃপক্ষ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারেরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা আব্দুল মুকিত বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১২