সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নে নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারে মধ্যে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) উপকারভোগী শত পরিবারের মাঝে ১ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়।
সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ নুরুল ইসলাম উক্ত প্রকল্পের উপকারভোগীদের মাঝে দুম্বার মাংস বিতরণ করেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) কর্তৃক নন্দিরগাও ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবারের মধ্যে গেল বছরের পবিত্র ইদুল আযহার কোরবানির মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন সৌদি আরব সরকার প্রেরিত তিনজন প্রতিনিধি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রেরিত দুইজন প্রতিনিধি।
এদিন গোয়াইনঘাট উপজেলার অন্যান্য ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মধ্যে আরও সাড়ে ৩০০ কেজি দুম্বার মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হিরণ মাহমুদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/পিডি