দেশের চাকরি বাজারে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ সেতুবন্ধন হিসেবে কাজ করে বলে মনে করে সংগঠনটির সদস্যরা। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তারা।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি মো. সাকিব হাসান রাসেল।


এসময় রাসেল বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট জব সেক্টরে আমাদের প্রাক্তনরা অনেক ভালো অবস্থানে রয়েছে।’

ক্যারিয়ার ক্লাব আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবর শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরেন উল্লেখ করে রাসেল আরও বলেন, ‘পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী।’

মতবিনিময়ে সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল হাসান বলেন, ‘ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে। তাছাড়া বর্তমানে সবাই ক্যারিয়ার সচেতন। ক্যারিয়ার ক্লাব আশা করি তাদের সাংগঠনিক কাজের ধারবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে।’

এসব কাজে বিগত দিনের মত ভবিষ্যতেও শাবি প্রেসক্লাব ক্যারিয়ার ক্লাবের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া তিনি বলেন, ‘সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সম্ভাবনাগুলোও গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে থাকে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য সকলেরই ইতিবাচক ভূমিকা থাকা উচিত বলে মনে করেন তিনি।’

মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাব ও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, ক্যারিয়ার ক্লাবের সহ সভাপতি মেহেদি হাসান, সহ সভাপতি (জনসংযোগ) মো. আমিনুল হক লস্কর, প্রশাসনিক সহ সভাপতি তাহমিদ আহমেদ, সাধারণ সম্পাদক জুবাইর আহসান, যুগ্ম সম্পাদক মোসা. মুনিয়া সুলতানা নিলা, মো. শাফায়েত শাহেদ অর্ণব, উপ-সাধারণ সম্পাদক শাবরিনা আফরোজ মিতু, অর্থ সম্পাদক তাহজীব-ই-নিলয়, উপ অর্থ সম্পাদক নূর মোহাম্মদ রবিন, পাবলিক রিলেশন সেক্রেটারি আফসানা ইসলাম শিফা, কর্পোরেট রিলেশন সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম আমান, অ্যাসিস্টেন্ট কর্পোরেট রিলেশন সেক্রেটারি ইমরান হোসাইন, ডেপুটি ডিরেক্টর অর্ণব রায় দস্তিদার, অ্যাসিস্টেন্ট পাবলিক রিলেশন সেক্রেটারি সাদিয়া আক্তার সানি প্রমুখ।

প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, সাধারণ সদস্য রাহাত হাসান মিশকাত, নাঈম আহমেদ শুভ ও নোমান ফয়সাল।


সিলেটভিউ২৪ডটকম/নোমান/পিডি