সুনামগঞ্জের দিরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খেলাঘর দিরাই উপজেলা আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগাতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘর দিরাই উপজেলার সহসভাপতি লাল বাঁশী দাসের সভাপতিত্বে এবং সহসভাপতি জিয়াউর রহমান লিটন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা ভূমিকর্মকর্তা জনি রায়।
বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, কালনী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উজ্জল খাম, প্রাণিসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন, উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস। প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগীর মধ্যে (ক,খ,গ)৩ টি গ্রুপে ৯ জন কে বিজয়ী কে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৭