সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২৩ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু হয়েছে। সকল প্রোগ্রামের এই পরীক্ষা ১৮ মার্চ থেকে শুরু হয়।
রবিবার (১৯ মার্চ) সকালে পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ এবং আজকের পরীক্ষার চীফ ইনভিজিলেটর প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫