প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ কোরিয়া নবনির্বাচিত নেতৃবৃন্দদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (১৯ মার্চ) ইনচন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে নব নির্বাচিত সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান সজিবের সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মনির হুসাইন।
 


এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোরিয়া প্রবাসী সাংগঠনিক ব‍্যক্তি বর্গের মধ্যে ইমরান ভূঁইয়া, মোতাহার হোসেন, গোলাম রাব্বানী, সাব্বির আহমেদ, আল মামুন লাবলু, সাদ্দাম হুসাইন প্রমুখ।
 

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার আদায়ে বিশ্বের ৫২টি দেশে একযোগে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।
 

প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কোরিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের সহযোগিতা চেয়ে সভাপতির বক্তব্যের মধ‍্যদিয়ে বরণ অনুষ্ঠানটের সমাপ্তি ঘটে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪