সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের চোটে ব্যাট করতে নামেননি শ্রেয়াস আইয়ার। এই চোটে ওয়ানডে সিরিজ তো বটেই, আইপিএলেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন এই ডানহাতি ব্যাটার। তারকা এই ক্রিকেটারের ইনজুরিতে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ।
যেখানে এগিয়ে রয়েছেন ভারতীয় ব্যাটার নীতিশ রানা। তবে সব কছুকে ছাপিয়ে এবার অধিনায়ক হতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইয়ারের ইনজুরিতে কেকেআরের নেতৃত্ব হাতে পাওয়ার অন্যতম দাবিদার ছিলেন নীতিশ রানা। কিন্তু এবার নাইট রাইডার্সকে অস্বস্তিতে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। অনুশীলনে চোট পেয়েছেন তিনি।
ইডেন গার্ডেনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রানা। তবে দিল্লির তারকা ব্যাটার অনুশীলনের সময়েই গোড়ালিতে চোট পেয়ে বসেন। গতকাল বৃহস্পতিবার ইডেনে অনুশীলন করার সময় চোট লাগে রানার বাঁ-পায়ের গোড়ালিতে। ইনজুরি এতো গুরুতর না হলেও চিন্তার ভাঁজ রাইডার্স শিবিরে।
এদিকে শ্রেয়াস আয়ারের ইনজুরির পর এবার রানার চোট সব মিলিয়ে দুশ্চিন্তায় কেকেআর শিসচিন্তার এমন পরিস্থিতিতে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। দলের নেতৃত্ব দিবেন কে? এমন প্রশ্নই এখন বেশি ঘুরপাক খাচ্ছে কলকাতার ভক্ত-সমর্থকদের মনে।
শ্রেয়াস আয়ারের ইনজুরি থাকায় এবারের আসরে কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন নীতিশ রানা, সুনীল নারিন ও সাকিব আল হাসান। সবার চেয়ে বেশই এগিয়ে ছিলেন রানা। তবে বাঁহাতি ক্রিকেটারের ইনজুরিতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব অধিনায়ক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। এরপর দিনই মাঠে গড়াবে কলকাতার ম্যাচ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬তম আইপিএলের যাত্রা শুরু করবে নাইট রাইডার্স।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৩