সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাইসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

রবিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঝড়োহাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘন্টাব্যাপী চলতে থাকা বৃষ্টিতে বেশ কয়েক মিনিট ছোট ও মাঝারি আকারে শিলাবৃষ্টি হয়। এতে অনেক টিনের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 


কৃষকরা জানিয়েছেন, শিলাবৃষ্টির আঘাতে হাওরের আগাম জাতের বি-২৮ ও অন্যান্য জাতের ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। 

তবে শিলাবৃষ্টিতের ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিমল চন্দ্র সোম।


সিলেটভিউ২৪ডটকম / শহীদনুর / ডি.আর