সামাজিক সংগঠন পরিবর্তন এবং ১৫ নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবর্তন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়ার্ড উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমদ। 


 

তিনি তার বক্তব্যে সমাজের প্রত্যেক ব্যক্তির নীতি নৈতিকতা ও আদর্শের ইতিবাচক পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন। বিশেষ করে সংগঠনের নিজস্ব অর্থায়নে ভিক্ষুকমুক্ত সিলেট এবং বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি চেইঞ্জ সিলেট স্মার্ট সিলেট বাস্তবায়নের লক্ষ্যে ১৫নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরের একটি খসড়া পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, সিলেট সিটির গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সিলেট শহরের বিভিন্ন উন্নয়ন হচ্ছে। যার সুফল সিলেট নগরবাসী ভোগ করছেন। সরকারের পাশাপাশি নগরবাসীও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে সিলেট নগরীকে একটি স্মার্ট নগরীতে পরিণত করা সম্ভব হবে। 

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী বলেন, সমাজের প্রতিটি স্তরেই পরিবর্তনের প্রয়োজন। সিলেট সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে হলে যুব ও নারী সমাজকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। আগামীতে এই শহরের উন্নয়নের দায়িত্ব পেলে পরিবর্তনের অঙ্গিকার বাস্তবায়নে কাজ করবো।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, ১৫নং ওয়ার্ড উন্নয়ন ও সমাজসেবা ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট কিশোর কর, আজহারুল চৌধুরী সাজু, আব্দুল জলিল লেবু, ওয়ার্ড উন্নয়ন ফোরামের সদস্য সচিব আখতার উজ জামান বাবুল, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কায়সার হাসান শিমন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রতিদিনের সম্পাদক ও যুবলীগ নেতা সাজু লস্কর, সাংবাদিক ও সমাজকর্মী দেবব্রত রায় দিপন, পরিবর্তনের জেনারেল সেক্রেটারি মোহাইমিন চৌধুরী বাপ্পি (এপিপি), সমাজকর্মী ও যুবলীগ নেতা শহীদ চৌধুরী, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, পরিবর্তন উইমেন্স ফোরামের সভানেত্রী সালমা বেগম, সদস্য হ্যাপি বেগম, সংগঠনের কর্মকর্তা খালিদুর রহমান, শিমু আকতার প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে আব্দুল মতিন বলেন, ঐতিহ্যবাহী এই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অসংখ্য গুণীজন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এই ওয়ার্ডের ভোটার ও নাগরিক। পরিবর্তন এবং ওয়ার্ড উন্নয়ন ফোরাম আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ১৫নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি