সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান বলেছেন, প্রবাসীরা সত্যিকার মানবিক, কল্যানকর ও মানবিক ডাকে সাড়া দিয়ে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। তাদের মহতি মানবিক কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসিত করছে। সমাজ বিনির্মানে তাদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে।
মঙ্গলবার (২৮ মার্চ) ফেঞ্চুগঞ্জ ‘হেল্প ফর নিডি ইউকে’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায়, বাজার বনিক সমিতির কার্যালয়ে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ, হেল্প ফর নিডির বাংলাদেশ প্রতিনিধি শাহীন আহমেদ খান, ফয়জুর রহমান, রাজনীতিবীদ আব্দুল হাই খসরু।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ব্যবসায়ী শাহীন আহমেদ।
এবারে হেল্প পর নিডি ইউকে প্রতি পরিবারকে প্রায় ৪০ কেজি করে খাদ্য সামগ্রী প্রদান করে।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০৪