সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়া হয়েছে। বর্তমান ওসি সৈয়দ আনিসুর রহমানের জায়গায় আসছেন এসএমপি’র কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের। 

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।


তিনি জানান, রোববার (৩ এপ্রিল) এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম-বার, পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ আনিসুর রহমানকে হাইওয়ে পুলিশের  অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ‘এস্টেট এন্ড ডেভেলপমেন্ট’-এ বদলি করা হয়েছে। একই আদেশে আবুল খায়েরকে বদলি করা হয়েছে শাহপরাণ থানায়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম