(প্রতীকি ছবি)

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রমথনাথ সড়কে সরকারি কলেজের সামনে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ আহমদ (১৭) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন। সোমবার (৩ এপ্রিল) বেলা দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মাহফুজ বিয়ানীবাজার উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে।  


প্রত্যক্ষদর্শী ও ভবনের মালিকপক্ষের লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মাহফুজ আহমদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমতলার ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন মাহফুজ ও দেলোয়ার। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর