ছবি : মোজাম্মেল হক

সম্প্রতি সিলেট মহানগরের নাইওরপুল থেকে বন্দরবাজার হয়ে জিতু মিয়ার পয়েন্ট পর্যন্ত স্থাপন করা হয়েছে নতুন পানির লাইন। কিন্তু একাধিক স্থানে নতুন পাইপ লাইনের জয়েন্ট খুলে যাওয়ায় নগরের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দার গত ৪ দিন ধরে নিদারুন কষ্টে আছেন। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ পানির গাড়ি তাদের পানি সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। 

১৩ নং ওয়ার্ডের বাসন্দিারা জানান, গত ৪ দিন ধরে তারা পানির কষ্টে আছেন। পাইপের জয়েন্টে সমস্যা হওয়ায় পানি নেই। তারা কিনে পানি ব্যবহার করছেন। সিসিকের ভ্রাম্যমাণ গাড়িতে যে পানি সরবরাহ করা হয় তা চাহিদার তুলনায় খুবই সামান্য। 


১৩ নং ওয়ার্ডের এলাকাগুলো হচ্ছে- মির্জাজাংগাল, তোফখানা, জামতলা, তেলিহাওর, দক্ষিণ তালতলা, লামাবাজার, মাছুদিঘীর পাড় ও রামের দিঘির পাড়। এসব এলাকার বাসিন্দা প্রায় ২ হাজার। 

ভুক্তভোগিরা জানান, দুইদিন পুরো ওয়ার্ডে পানি ছিলো না। বুধবার থেকে কিছু এলাকায় পানি দেওয়া হলেও বেশিরভাগ ওয়ার্ডবাসী এখনও পানি পাচ্ছেন না। 

এ বিষয়ে ১৩ নয় ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) সিলেটভিউ-কে বলেন- নতুন পাইপ লাইনের কয়েকটি স্থানে জয়েন্টে সমস্যা হয়েছে। যে কারণে ওয়ার্ডটিতে পানির কষ্ট হচ্ছে। তবে আগামীকালের (শুক্রবার) মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম